ঠাকুরগাঁওয়ে কাউন্সিলরা মনোনয়ন পত্র জমা দিতে ব্যস্ত
মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:
আগামী ১৪ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও পৌর নির্বাচন। ইতিমধ্যে জমতে শুরু হয়েছে নির্বাচনী প্রসার-প্রচারণা। ওয়ার্ড পর্যায়ে ব্যস্ত মনোনয়নপ্রাার্থীরা। ঠাকুরগাঁওয়ের পৌর শহরের ১২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর একরামুল দৌল্লা (সাহেব) মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
দুপুরে তার নির্বাচনী ওয়ার্ডের শত শত মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন এর হাতে মনোনয়ন পত্র জমা দেন একরামুল দৌল্লা (সাহেব)। সে সময়ে তিনি বলেন এর আগে সততার সহিত আমার দায়িত্ব পালন করেছি। আমি আমার ওয়ার্ডের মানুষদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং পাশেই থাকবো।
ঠাকুরগাঁও পৌরসভার ১২ টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬০৭২৭, মহিলা ভোটার ৩১০১৫, পুরুষ ভোটার ২৯৭১২, মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১টি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।