ঠাকুরগাঁও পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের অফিসে বোমা বিস্ফোরন:-

মোঃ আল-আমিন| ঠাকুরগাঁও সদর প্রতিনিধি

৪র্থ দফায় ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের অফিসে বোমা বিস্ফোরন ঘটিয়েছে দুবৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আ’লীগ।
এ ঘটনায় জেলা আ’লীগ কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘরে একইস্থানে গিয়ে সমাবেশ করে।
প্রতিবাদ সভায় জেলা আও’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ বক্তারা অভিযোগ করে বলেন বিএনপির সন্ত্রাসীরা ভোট বানচালে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান আইনশৃখলা বাহিনীকে।