ঠাকুরগাঁও পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ১জনের প্রার্থীতা বাতিল
মোঃ আল আমিন | ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৫৭ জনের মধ্যে এক জনের প্রার্থীতা বাতিল করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।
নির্বাচনে মেয়র পদে ৭ জন ,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং কাউন্সিলর পদে ৫৬ জন প্রতিদ্বন্দীতা করছে। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।
তিনি জানান, পুরুষ কাউন্সিলর পদে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলে আলমের বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাপ্ত তথ্যে ঋণ খেলাপী হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
উল্লেখ্য , ঠাকুরগাঁও পৌরসভার ১২ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬০ হাজার ৭শ ২৭ জন। এদের মধ্যে নারী ভোটার ৩১ হাজার ১৫ জন এবং পুরুষ ভোটার ২৯ হাজার ৭ শ ১২ জন।আগামী ১৪ ফেব্রুয়ারী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।