ড. মশিউর রহমান এর সহধর্মিনী বিশিষ্ট সমাজ সেবিকা রওশনারা করোনা ভাইরাসে আক্রান্ত

 

জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামিলীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির চেয়ারম্যান খুলনার দিঘলিয়া উপজেলার সন্তান ড. মশিউর রহমান ও তার সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবীকা রওশন রহমান ইভা সাম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলামের ব্যবস্থাপনায় দিঘলিয়া জামে মসজিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলামের ব্যবস্থাপনায় ব্রম্মগাতী মসজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা এর ব্যবস্থাপনায় দেয়াড়া খান পাড়া মসজিদ ও এতিম খানা, উপজেলা আওয়ামিলীগ নেতা মাইনুল ইসলাম জুয়েলের ব্যাবস্থাপনায় সেনহাটি বকসিবাড়ি জামে মসজিদ, ড. মশিউর রহমানের জন্মস্থান সুগন্ধি গ্রামবাসী ও তার পরিবারের আয়োজনে সুগন্ধি জামে মসজিদ, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ব্যবস্থাপনায় বারাকপুর বাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও তোবারক বিতরণ করা হয়। এছাড়া সেনহাটি জাকারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের পরিবারের সুস্থতা কামনা করে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, মাষ্টার ইউনুচ আলী, মাঈনুল ইসলাম জুয়েল, খান আবু সাঈদ, সাইফুদ্দীন রিতা, রেদোয়ান আহমেদ হামিম প্রমুখ।