- তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালিত হয়েছে।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়ার জ্যেষ্ঠ পুত্র,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারাব পৌরসভার বরাব এলাকায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া মাহফিল শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল হালিম ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জাহিদ আমির, যুগ্ম-সম্পাদক মোঃ সোলায়মান
এছারাও অন্যআন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মোঃ আবু-নাঈম, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কাজী মিঠু,হোসেন ইমাম বুলবুল,বাবুল,আবু-সিদ্দিক,নুরনবী,টিপু,মিঠু,নূর-আলম,শাহজাহানসহ তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী বিন্দু ।
উক্ত আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দির্ঘায়ু ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের রোগমুক্তি এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অনোয়ার সাদাত সায়েমের সু-স্বাস্থ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে কেঁক কাটা এবং মিষ্টি বিতরনের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত ঘোষনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।