দক্ষিণ আফ্রিকার সাথে ফ্লাইট বাতিল করলো কাতার এয়ারওয়েজ, সময় বৃদ্ধি এমিরেটস’র
নাহিদ হাসান | দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা ও আরব আমিরাতের সাথে ফ্লাইট বাতিল ও বুকিং সাময়িক স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। এখন থেকে আগামী ৫ ফেব্রুয়ারী পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে কাতার এয়ারওয়েজ এক টুইট বার্তায় জানিয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার সাথে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত ফ্লাইট বন্ধের সময়সীমা আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়িয়েছে এমিরেটস এয়ারলাইন্স।
ইতিমধ্যে যাদের এসব তারিখগুলোর মধ্যে ফ্লাইট ছিলো আপনারা নিজ নিজ ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সিডিউল পরিবর্তন করুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।