- দর্শনা – জীবননগর, আকন্দবাড়ীয়া রোডের বেহাল দশা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
রিদয় মন্ডল | জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গা টু কালিগঞ্জ ভয়া দর্শনা জীবননগর সড়কে দর্শনা থানাধীনে আকন্দবাড়ীয়া ঈদগাহ সংলগ্ন স্থানে সড়কের মাঝখানে অনেক খানি জাইগাই পিচ উঠে সৃষ্টি হয়েছে বড়ধরনের গর্ত । ঘটছে ছোটো দুর্ঘটনা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। বেশ কিছু দিন ধরে সড়কটিতে এমন বেহাল দশা হলেও পদক্ষেপ নেই সড়ক বিভাগের। জানা যায় দর্শা- জীবননগর সড়কটি ব্যস্ততম সড়ক। সড়কটি সবসময় যানবাহনের চাপ লেগেই থাকে। এই সড়কটি ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা দুরপাল্লা রুটের অসংখ্য যানবাহন চলাচল করে। এছাড়া চলাচল করে ট্রাক, বাস, সিএনজি, অটো, মটরগাড়ি, মোটরসাইকেল, চাপ রয়েছে, এছাড়াও পশুহাট শিয়ালমারী, ডুগডুগি, আলমডাঙ্গা, হাটের দিন গরুভতি পিকাপ, ট্রাক , কয়েক শত পাওয়ারটিলার, আলমশাধু, এই সড়কটি ব্যবহার হয়েই যাওয়া আসা করে থাকে।একটু অসাবধান হলে মুহূতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পাড়ে। তাছাড়া গাড়িগুলো পাশাপাশি ক্রসিং করার সময় রাস্তার ওই ভাঙ্গা আংশে চাকা মাটিতে নামতে বাধ্য হচ্ছে। আলমসাধু এক চালক ওই সড়ক ভাঙ্গা আংসে এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলয়ো চলক ও গাড়ি থাকা ভর্তি যাএী উল্টানি খাইয়া রাস্তার এক পাশে পড়ে মারাত্মক আহত হয়।স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধর করে প্রাথমিক চিকিৎসা শেষ হাসপাতালে পাটায়। তাছাড়া রাতে ঘন কুয়াশা পরছে , যার কারনে এমনিতে সড়ক চলাচল করতে কষ্ট হচ্ছে। বড়ধরনের দুর্ঘটনা ঘটার আগেই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন যানবাহনের চালক স্থানীয়রা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।