দর্শনা পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়,

মো রিয়াদ মন্ডল | জীবননগর

দর্শনা নির্বাচনের ফলাফল!
দর্শনা পৌরসভা মোট ভোট ২৭,৫২১ টি।
তার মধ্যে নৌকা মার্কা প্রতীক ভোট পেয়েছে ১৭৭৪২
ধানের শীষ মার্কা প্রতীক ভোট পেয়েছে ১০৯১টি।
মোবাইল মার্কা প্রতীক ভোট পেয়েছে ৪১৮টি।

নৌকা মার্কা, ১৭৭৪২টি জয় লাভ করেছে।
এ নিয়ে দর্শনা পৌরসভা তিন তিন বার মেয়র হলেন মো: মতিয়ার রহমান।

আন্দুলবাড়ীয়া আওয়ামী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।