আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখনই একটি কুচক্র মহল ষড়যন্ত্রে লিপ্ত হয় উল্লেখ করে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো ষড়যন্ত্র এই উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ উন্নয়নের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মধুখালী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান আরও বলেন- নির্বাচন কমিশন (ইসি) আইন গঠনের জন্য বিএনপিই দাবি তুলেছিলেন। সেই আইন আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকার বাস্তবায়ন করছেন। কিন্তু এখন বিএনপিই আইন মানি না বলে কথা বলছেন। আসলে বিএনপি এখন কি করবেন তা নিজেরাই জানেন না।

আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন- ষড়যন্ত্র করে আর লাভ হবে না। দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর পরিচালনায় বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ফরিদপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, অ্যাড. আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, কামালদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুল বাসার, মেগচামী ইউপি চেয়ারম্যান হাসান আলী খান, গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ডুমাইন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ছত্তার শেখ, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকির আহমেদ টোকন, কামালদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসলাতি প্রমুখ।