প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সমাজে একটা শ্রেণি আছে তারা কখনো আত্মমর্যাদা নিয়ে চলতে জানে না। তারা আত্মমর্যাদা বিকিয়ে দিয়েই আত্মতুষ্টি পায়। আর সেই শ্রেণিটা এখনো রয়ে গেছে। সেই জন্য যতই আমরা উন্নতি করি, যতই এগিয়ে যাচ্ছি, সারা বিশ্ব যখন সেই উন্নয়ন দেখে আমাদের দেশের কিছু লোক কিন্তু সব সময় চিরদিন অন্ধই থাকে।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান শহীদ দিবসে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, জাতির পিতাকে বার বার কারাবরণ করতে হয়েছিল। সত্যকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু সত্য এক সময় উদ্ভাসিত হবেই।

কিছু মানুষ আছেন যারা কখনো দেশের মানুষের স্বার্থ দেখে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কেন তাদের ভেতরে এই ধরনের মানসিকতা, সেটাই আমার কাছে অবাক লাগে।

প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে কোনো সংগ্রাম এবং রক্তদান কখনো বৃথা যায় না। বৃথা যেতে পারে না। যদি সততার সাথে এগিয়ে যাওয়া যায় যেকোনো অর্জন করা সম্ভব। আর সেই অর্জনটা আমরা করতে পেরেছি বলেও উল্লেখ করেন সরকার প্রধান।