নিভৃতে

সুব্রত চৌধুরী

বহু বছর আগে মাঘের এমন এক বিকেলে
সারি সারি বরই গাছের সম্মুখে,
সবুজ মসুর ক্ষেতের আইলে
আমরা ছিলাম পাশাপাশি বসে
বর্ণিল শীতের পোশাকে প্রেম আহবানে ।
খানিক দূরেই হিম বাতাসে ঝরছিল
তুষারের মত সাদা সজনে ফুল।
তারপর চড়ুই এর ঝাঁক নীড়ে ফিরলে পরে
উষ্ণতার গল্প করতে করতে
আমরাও ফিরেছিলাম ঘরে।
এরপর কোন এক অগ্রহায়ণে
যখন “মরা” কার্তিকের শেষে
সবাই মেতেছে নবান্নে, তখন কেটে রাখা
ধানের আঁটির পাশ দিয়ে রোদেলা সকালে
সে সরে যায়, চলে যায় বহুদূরে!
যদি আজ আবার প্রেম কাছে আসে
যদি সে আমার সম্মুখে হাসে,
তবে আমি শিকড় হবো
সেও হবে শিকড়,
তারপর মাটির গভীরে মুখোমুখি দুজনে
সুখ সুখ মাখামাখি নিভৃতে গোপনে ।

জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা