নড়াইলে”চলো পাল্টাই বাংলাদেশ এর মুখোমুখি হলেন ৪ মেয়র প্রার্থী,বদলে দিবেন নাকি বদলে যাবেন
মো:রফিকুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলেরর সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ কতৃক আয়োজিত বদলে দিবেন নাকি বদলে যাবেন,জানতে চাই আপনার মতামত।
(১৫জানুয়ারি) শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বদলে দিবেন নাকি বদলে যাবেন,মতবিনিময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল পৌরসভার ৪জন মেয়র প্রার্থী।
আওয়ামী-লিগ মনোনীত নৌকা প্রতিক,মেয়র প্রার্থী আঞ্জুমান আরা,বিএনপির মনোনীত ধানের শিষ প্রকিত,মেয়র পদপ্রার্থী মোঃজুলফিকার আলি (মন্ডল),ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতিক মেয়র প্রার্থী মাওলানা খায়রুজ্জামান,সতন্ত্র জগ প্রতিক মেয়র প্রার্থী সর্দার আলমগীর হোসেন (আলোম)।
উপস্থিত ছিলেন,চলো পাল্টাই বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা নড়াইল ০২ আসনের সংসদ সদস্য এমপি মাশরাফী বিন মোর্তুজা’র গর্বিত পিতা গোলাম মোর্তুজা স্বপন ও অনান্য উপদেষ্টা মন্ডলী এবং চলো পাল্টাই বাংলাদেশ এর সকল সদস্যমন্ডলী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) ও নড়াইলের সর্বস্তের জনগণ।
এসময় নড়াইল পৌরসভার উন্নয়নের লক্ষে সাধারণ জনগনের সরাসরি প্রশ্নের উত্তর দেন নড়াইলের এ ৪ মেয়র প্রার্থী।
জনগণের সরাসরি প্রশ্নের উত্তরে ৪ মেয়র প্রার্থী জানান, নড়াইল পৌরসভা কে মডেল পৌরসভা গড়ার লক্ষে তারা কাজ করবেন এমন অঙ্গীকার করেন সাধারণ জনগণের কাছে।
আরো জানান,নড়াইল পৌর নির্বাচনে আপনাদের ভোটে জঁয় লাভ করলে আপনাদের আপদে বিপদে পাসে থাকবো।
নড়াইল পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরীত করবো,নড়াইল পৌরসভার রাস্তা ঘাট,কালভাট,ব্রিজ,শিশু কার্ড,বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা,বয়স্ক ভাতা সহ সকল প্রকার সুযোগ সুবিধা দেয়া হবে বলেও জানান।
এসময় চলো পাল্টাই বাংলাদেশ”এর সভাপতি বলেন,আমরা এধরনের প্রগ্রাম বাংলাদেশের সকল জেলাতে করতে চাই,পর্যায়ক্রমে সকল জেলাতে এমন প্রগ্রাম করবো বলেও জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।