নড়াইলের কালিয়া মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা।
মোঃ অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের কালিয়ায় মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে মাস্ক ছাড়া বাই বের হওয়া ব্যাক্তিদের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে কালিয়া উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২রা ডিসেম্বর ) বিকালে কালিয়া বাজারের বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জহুরুল হক ১০ ব্যক্তিকে মাস্ক না পরার অপরাধে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করেন।
অপরদিকে কালিয়া শহরের, চৌ-রাস্তা, উপজেলা মোড়, বাস স্টান্ডসহ বাজারের বিভিন্ন স্হানে মাস্ক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জহুরুল হক। তিনি বলেন, নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক আঞ্জুমান
আরা ‘র নির্দেশে এবং সরকার নির্দেশিত করোনাভাইরাস এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সামাজিক দূরত্ব ও মাক্স ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলবে।
এসময় কালিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
মোঃঅাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টারনড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।