- নড়াইলের লোহাগড়া নবগঙ্গা নদী অযৌক্তিকভাবে খননের প্রতিবাদে ঝাড়ু মিছিল।
মো: আজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।।
নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে ব্রিজের পাশে নবগঙ্গা নদী অযৌক্তিকভাবে খননের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ৩ (ডিসেম্বর) ঝাড়ু– মিছিল করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।
ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর দাবি- এলাকাবাসীর ক্ষতিপূরণ ছাড়া জমি মালিকদের উচ্ছেদ করা যাবেনা, হাজার হাজার একর ফসলী জমি নষ্ট করে নদী খনন করা যাবেনা, বর্তমান প্রবহমান নদীর পূপার্শে খনন করতে হবে, ঘর বাড়ীর ক্ষতিপূরণ দিতে হবে, হাজার কৃষকদের পুনর্বাসন করতে হবে, আমরা জমির খাজনা দিয়ে ভোগ দখল করছি বিধায় আমাদের ন্যায্য ক্ষতি পূরণ দিয়ে খনন করতে হবে, মহামান্য হইকোর্টের রায় মেনে নদী খনন করতে হবে ।
নবগঙ্গা ভূমিহীন আন্দোলনের সভাপতি মোঃ তুহিন চৌধুরী ও কার্যকরী সভাপতি মোঃ নজরুল শেখ বলেন, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে। আমরা শান্তিপূর্নভাবে সরকারের কাছে আমাদের দাবি এবং মহামান্য হাইকোর্টে কাছে লিখিতভাবে আমাদের রিট পিটিশন করেছি।
মহামান্য হাইকোর্ট এখনো পর্যন্ত কোন রায় ঘোষণা করেননি। মাহমান্য হাই কোর্ট যে রায় ঘোষণা করবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেই রায় মেনে নিব।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।