নড়াইলে নৌকার মাঝি আঞ্জুমান আরা দলীয় নেতা কর্মিদের নিয়ে নির্বাচনি প্রচার প্রচারনায় এগিয়ে
মো:রফিকুল ইসলাম | নড়াইল
নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী-লিগের দলীয় মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন,দলীয় নেতা কর্মিদের সাথে।
নড়াইলে দুর্নিতি অনিয়ম রুখতে নৌকায় ভোট দিন এ শ্লোগান কে সামনে রেখে নড়াইল পৌরসভার নৌকার প্রার্থী আঞ্জুমান আরা দলীয় নেতা কর্মিসহ নড়াইল জেলা শিল্পকলা থেকে একটি বিশাল নির্বাচনী শোডাউন বের হয়ে নড়াইল পুরাতন বাস টার্মিনাল হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল পুরাতন বাস টার্মিনাল বঙ্গবন্ধু মন্চে গিয়ে শেষ হয়।
এসময় নড়াইল জেলা আওয়ামী-লিগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিগণ উপস্থিত ছিলেন প্রমূখ।
নড়াইল পৌরসভা কে মডেল পৌরসভা গড়ার লক্ষে,আঞ্জুমান আরার পথ চলা,জনগণের ভালোবাসায় সব কিছু সম্ভব,পৌরবাসি কে নিয়েই নড়াইল পৌরসভা কে মডেল পৌরসভা গড়ব বলেও জানান।
আঞ্জুমান আরা আরো জানান,আমি পৌরবাসির ভালোবাসায় শিক্ত আপনারা দলবল নির্বিশেষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পৌর মেয়রের চেয়ারে আমাকে বসান,আমি আপনাদের সুখে দুখে পাসে ছিলাম এবং আপনাদের পাসে থাকব ইনশাআল্লাহ্।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।