নড়াইলে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি উৎসব পালিত।

কৃপা বিশ্বাস, নড়াইলঃ নড়াইলে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মতিথি পালিত হয়েছে।( ১২ জানুয়ারি ) মঙ্গলবার আগদিয়ার চর সনাতন মন্দির ও মহাশ্মশান প্রাঙ্গনে এ উৎসব হয়। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাম কৃষ্ণ আশ্রম ও মিশন নড়াইল স্বামী আরাধনানন্দ, পুজা উদজাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি বাবু অশোক কুন্ডু , ডাক্তার অলোক বাগচি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল সদর উপজেলা সভাপতি মলয় কুমার নন্দি, সহ অধ্যাপক বাবু শুধাংশু রায়, সাংবাদিক অশোক কুন্ডু , কলোড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ সুকান্ত মল্লিক, বিকাশ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অনিমেষ বিশ্বাস, মূখ পাত্র রাজিব বিশ্বাস প্রমুখ