নড়াইল জেলায় এই প্রথম আওয়ামী-লীগের কোন বিদ্রোহী প্রার্থী ছাড়ায় নির্বাচন, কে হচ্ছেন পৌর  পিতা

 

 

 

মো:রফিকুল ইসলাম | নড়াইল
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নড়াইলবাসী এক ইতিহাসের স্বাক্ষি হলো।
এই প্রথম দলের বিদ্রোহী প্রার্থী ছাড়া নির্বাচন হতে যাচ্ছে,আগামীকাল শনিবার নড়াইল ও কালিয়া পৌরসভায়।
নড়াইলের কালিয়া পৌর সভার নির্বাচনের আগের দিনেই আওয়ামী-লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন সরে দাড়ালেন নির্বাচন থেকে।

(২৯ জানুয়ারী) শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় নড়াইল জেলার কালিয়া উপজেলা আওয়ামী-লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।
আওয়ামী-লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন সংবাদ সম্মেলনে বলেন,দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি।
আগামীকাল শনিবার আওয়ামী-লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীর নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,সাবেক মেয়র এমদাদুল হক টুকুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিয়া পৌরসভায় আওয়ামী-লীগের ওয়াহিদুজ্জামান হিরা এবং বিএনপির মনোনিত স.ম ওয়াহিদুজ্জামান মিলু নির্বাচনে লড়ছেন।
এর আগে কালিয়া পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় সাংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হকসহ আওয়ামী- লীগের বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের নামে মামলা হয়। গত বুধবার রাতে ৬৫ জনকে আমামি করে ওই মামলা করেন,আওয়ামী-লীগ মনোনীত প্রার্থী মো: ওয়াহিদুজ্জামান (হীরা)।
সেখানে ৩/৪টি বোমার বিস্ফোরণ ঘটনা হয় বলে অভিযোগ রয়েছে।
গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে কালিয়া শহরের বড়কালিয়ার ঘোষপাড়ায় নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে,এতে কার্যালয়ে পডা কাপড় ও নৌকার প্রতিকৃতি পুড়ে যায়।
ঘটনাস্থল থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও দুটি ছ্যানদা উদ্ধার করা হয়।
অপরদিকে সাংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হকসহ ৭জনকে আওয়ামী-লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এর আগে গত ২৫ জানুয়ারি নড়াইল পৌরসভার নির্বাচন থেকে সরে দাড়ান বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম।
আগামিকাল শনিবার ৩০ জানুয়ারি নড়াইল ও কালিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।