পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল হয়েছে। এদের মধ্যে সাতজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনীরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবির ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সালেহ মোহাম্মদ তানভীরকে এসবিতে ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) পুলিশে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী- নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ডিএমপির উপকমিশনার গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, এসবির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ডিএমপির উপকমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারকে এএইচএম আব্দুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের এআইজি ছাইদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুরের পুলিশ সুপার সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের মোহাম্মদ মাহিদুজ্জামানকে ভোলা জেলায় ও গাজীপুর মহানগরীর পুলিশ সুপার মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ডিএমপিতে, নওগাঁ জেলার পুলিশ সুপার রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদকে পুলিশ সদর দপ্তরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে এসবিতে, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব হাসানকে ডিএমপিতে, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার শফিকুল ইসলামকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।