ফ্রান্সে প্রিয় নবী (সাঃ) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা প্রতিনিধি –
আজ ০৬ নভেম্বর চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা চত্ত্বরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা মোহরা ৫নং ওয়ার্ড এর যৌথ ব্যবস্থাপনায় ফ্রান্সে প্রিয় নবী (দঃ) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাত্রনেতা মাহমুদুল হাসান জুয়েল এর সঞ্চালনায় এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহরা ৫নং ওয়ার্ড এর সভাপতি জননেতা এম নুরুল আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চান্দগাঁও থানার দায়িত্বশীল মুফতি কামাল উদ্দিন, মাওলানা আবু জাফর সালেহ, এম শহিদুল ইসলাম, সাঈদ এসকান্দার, জয়নাল সওদাগর, সালাউদ্দিন মানিক, এম শহিদুল ইসলাম, মুহাম্মদ কাউছার, মাওলানা আল আমিন, মাওলানা কামরুল হাসান, রিয়াদ মামুন, আবু বকর, শামীল হাসান,মাসুদুল করিম, মুহাম্মদ রাশেদ, আবিদ সুলতান মুরাদ, মুহাম্মদ রাসেল সহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা মোহরা ওয়ার্ডে নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।