বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মানব বন্ধন।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত হানার প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর উদ্যোগে মানববন্ধন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী হাজার বছরের শৃঙ্খলিত জাতিকে যিনি জীবন ও যৌবনের শ্রেঠ সময় কারা অভ্যন্তরে কাটিয়ে ও আপোষহীন সংগ্রামের মধ্যে দিয়ে বিশ্বে একটা ভাষাভিত্তিক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলা ভাষাভাষী মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছেন সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত হানার প্রতিবাদে ঐতিহ্যবাহী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানব বন্ধন পুরাতন আদালত ভবন চত্ত্বরে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. ইব্রাহীম হোসনে চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদেও সদস্য সচিব অ্যাড. মেজবাহ উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অদ্য দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি যথাক্রমে মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদপ্রার্থী আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহানগর আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।