বিএনপির মনোনীত প্রার্থী জুলফিকার আলীর নড়াইলে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো:রফিকুল ইসলাম | নড়াইল
নড়াইল পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিসে বিএনপি’র মনোনীত প্রার্থী জুলফিকার আলী মন্ডলের সাথে (১৭জানুয়ারি) রবিবার স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,পৌর বিএনপির সভাপতি আজিজার রহমান,জেলা ছাত্রদল সভাপতি মোঃফরিদ হোসেন বিশ্বাস সহ বিএনপির দলীয় নেতা কর্মি ও স্থানীয় নেতা কর্মিবৃন্দ প্রমুখ।

এনির্বাচনী মতবিনিময় সভায় নেতা কর্মিগণ দলীয়
মনোনীত প্রার্থী জুলফিকার আলী মন্ডলের ধানের শীষ প্রতিক কে বিপুল ভোটে জয়ঁযুক্ত করে নড়াইল পৌরসভাকে মডেল পৌরসভা গড়ার লক্ষে এবং পৌরবাসি বিভিন্ন সমস্য সমাধানে কাধেঁ কাধঁ মিলিয়ে সমস্যার সমাধান করবেন বলেও পৌরবাসিকে জানান।

মতবিনিময় সভায় জুলফিকার আলী মন্ডল বলেন,আমি প্রতিহিংসার রাজনিতী পচ্ছন্দ করিনা এটা আপনারা আগে থেকেই জানেন।
আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব,এটা বিশ্বাস করেই আপনারা আপনাদের পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

আপনারা জানেন,আমি আপনাদের বিপদে আপদে পাসে ছিলাম কি না,আমি কেমন মানুষ,আপনাদের কাছে আপনাদের সকলের মুল্যবান ভোট ও আপনাদের দোয়া চাই।

আমি সব সময় আমার পৌরবাসির বাড়ি বাড়ি গিয়ে খোজখবর নিয়ে থাকি এবং সুধু নির্বাচনের সময় নয় সব সময়ই পৌরসভার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে খোজখবর রাখি।
আপনাদের ভালোবাসা বিশ্বাস ও আপনাদের ভোটে আবারও আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ্।