বিশ্বজুড়ে আবারও করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সব বন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা পুনরায় চালু করার সময় এসেছে বলে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

সময় আবার এসেছে, বিশ্বজুড়ে আবার ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেরেছে, দেশের সব বন্দরে যাত্রী দের করোনাভাইরাস পরীক্ষার পুনরায় চালু করার সময় এসেছে বলে জানান প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা, এখন থেকে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা উচিত, তাদের আলাদা করে রাখা উচিত, বিমানবন্দরসহ সব বন্দরে আগের মতো পদক্ষেপ নেওয়া উচিত।

‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০’র উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে অনুকরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন প্রশিক্ষিত সফল যুবক এবং পাঁচজন সফল যুব সংগঠকের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার হস্তান্তর করেন।