ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন
মোঃ আফসার সোহাগ| দিনাজপুর : মুজিব শতবর্ষ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি’২০২১ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দের আয়োজনে ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ শাহজাহান. পিপিএম-সেবা।
অনুষ্ঠানে ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর সভাপতি মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ-২০২১ এর সাধারণ সম্পাদক শামিম কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট নাট্যজন কাজী বোরহান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, প্রাক্তন জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ও দিনাজপুর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য মোঃ শামসুল আলম, ব্যাডমিন্টন এক্স-জিনিয়াস চ্যাম্পিয়নশীপ উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।