ভালবাসি প্রিয়া

আবদুল্লাহ আল মামুন

প্রিয়া, শ্যামলতা, শ্যামা আমার
পিঠ খোলা ব্লাউজ পরতে বারণ–পরেছো
বাসন্তি সাজ সেজেছো, ফাগুন এসেছে —
তুমিতো বলোনি,

বুড়ো ভাম চায়, চেয়ে থাকে,প্রেমের দাবি রাখে
কত নামে ডাকে, কত কেউ— ফাগুন এসেছে
বলোনিতো,
বলেনিতো কেউ;

প্রিয়া আমার,
প্রিয় তমা,
প্রিয় বৃক্ষলতা,
ওগো শ্যামলা মেয়ে,
তোমার শ্যামা পিঠে আল্পনা এঁকে,লিখে দিবো

ভালোবাসি, ভালোবাসি।