- মণিরামপুর পৌরসভার মেয়র পদে নৌকা মার্কার সমর্থনে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদধন্য আওয়ামীলীগ মনোনীত মণিরামপুর পৌরসভার মেয়র পদে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সমর্থনে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নৌকার প্রার্থীর সমর্থনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বর্তমানে তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহমেদ খান, তরুণ আওয়ামীলীগ নেতা সন্দীপ ঘোষ, আওয়ামীলীগ নেতা মোন্তাজ বিশ্বাস, আওয়ামীলীগনেতা ও পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, গোপাল মল্লিক, ওয়ার্ড কাউন্সিলর গীতা রানী কুন্ডু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ, পৌর এবং ওয়ার্ড কমিটি সভাপতি-সম্পাদকগণ।
সভায় আগামী ৩০ জানুয়ারি নৌকার প্রার্থী কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেয়াসহ কুচক্রী মহল থেকে সজাগ থাকার পরামর্শ প্রদান করা হয়।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইলঃ-০১৭২১৩৯০২০৮
তারিখ-০৪/০১/২০২১ইং
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।