মধুপুরে কৃষক লীগের উদ্যোগে উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ ধান বিতরণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

“কৃষক বাচাঁও – দেশ বাচাঁও “এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় মধুপুর উপজেলা পরিষদের হল রুমে মোহসীনুল কবীর উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মধুপুর উপজেলা শাখা ও যুগ্ন আহবায়ক কৃষকলীগ মধুপুর উপজেলা শাখা এর সন্চালনায় মধুপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক এস,এম, মঈনুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট রেজাউল করিম হিরন সহ-সভাপতি বাংলাদেশ কৃষকলীগ ও পিপি পরিবেশ আপিল আদালত ঢাকা,
বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাষ্টার সভাপতি বাংলাদেশ কৃষকলীগ টাঙ্গাইল জেলা শাখা,
এ্যাডভোকেট শামস উদ্দিন সাধারন সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ টাঙ্গাইল জেলা শাখা,মোশারফ হোসেন আকন্দ সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা শাখা,মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, শাহজাহান মিয়া সদস্য বাংলাদেশ কৃষকলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকগন উপস্হিত ছিলেন।