মধুপুরে জয়যাত্রা টিভির বর্ষপূর্তি পালিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
- নিজেকে আমরা বিলিয়ে দিবো দেশ আর মানুষের তরে, করেছি পণ সব বাধা পেরিয়ে এগিয়ে যাবো জয়ের কলম ধরে। এই শ্লোগানকে সামনে রেখেই জয়যাত্রা টেলিভিশন হাটি হাটি পা পা করে আজ ২য় বছর পেরিয়ে ৩য় বছরে পা রেখেছে। তৃণমূল থেকে মানুষের দুঃখ দূর্দশা তুলে ধরে আজ জয়যাত্রা টেলিভিশন সকলের মনিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে।
- আজ জয়যাত্রা টেলিভিশন দেশে এবং বিদেশের সকল মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মাস ব্যাপি বর্ষপূর্তি উদযাপন করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কেক কাটা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠান মধুপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মধুপুর এবং ধনবাড়ি উপজেলা প্রতিনিধির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
- উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ মীর ফরহাদুল আলম মনি, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, বিশিষ্ট সমাজ সেবক স্বপন সরকার, মধুপুর থানার সাব-ইন্সপেক্টর আল মামুন, প্রেসক্লাব মধুপুর এর সভাপতি মোঃ আঃ হামিদ এবং চিত্র নায়িকা রাভিনা বৃষ্টি সহ ছাত্রলীগ,যুবলীগ ও প্রেসক্লাব মধুপুরের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব মধুপুর এর সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের মধুপুর উপজেলা প্রতিনিধি বাবুল রানা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ধনবাড়ি উপজেলা প্রতিনিধি মোঃ জুবাইদুল কবির জুয়েল এবং উপস্থাপনায় ছিলেন জিয়াসমিন রিপা। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়যাত্রা টেলিভিশনের শুভ জন্মদিনের পরিসমাপ্তি ঘটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।