মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যাস্ত উপজেলা আওয়ামীগ

আঃ হামিদ | মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ৩০শে জানুয়ারি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যাস্ত সময় পার করছেন উপজেলা আওয়ামীলীগ। মধুপুর উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন গুলো একত্রে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নৌকার প্রার্থী আলহাজ সিদ্দিক হোসেন খানের জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করছেন। মধুপুর পৌর এলাকার শহীদ স্মৃতি রোড এবং আশ পাশ এলাকায় গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গফুর মন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বেরীবাইদ ইুউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, আতিকুল ইসলাম সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।