- মধুপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে মাস্ক বিতরণ
মোঃ আঃ হামিদ, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণরোধে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট (আসাজো) এর পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় মধুপুর অডিটরিয়ামের সম্মুখে রাস্তায় মাস্ক না পরা জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। কর্মসূচি উদ্ভোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি উদ্দিন মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা জমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক (আসাজো) কেন্দ্রীয় কমিটি, জালাল উদ্দিন শাহীন চাকলাদার সভাপতি (আসাজো) টাঙ্গাইল জেলা শাখা, অধ্যাপক মানিক চন্দ্র বসু সিনিয়র সহ-সভাপতি (আসাজো) টাঙ্গাইল জেলা শাখা, সাদিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মধুপুর উপজেলা, মহসীনুল কবির উপ-প্রচার সম্পাদক মধুপুর উপজেলা আওয়ামীলীগ, আব্দুল্লাহ আল মামুন সভাপতি (আসাজো) মধুপুর উপজেলা, আইনুল ইসলাম সাধারণ সম্পাদক (আসাজো) মধুপুর উপজেলা। এসময় মধুপুর উপজেলা (আসাজো) এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।