![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/02/PicsArt_02-08-07.39.15-400x225.jpg)
মোঃ ইমরান হোসেন| মহম্মদপুর মাগুরা
আজ ৮ই ফেব্রুয়ারী ২০২১ রোজ সোমবার মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে পূর্ব শত্রুতার জের ধরে পাখি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।খোজ নিয়ে জানা যায়, উপজেলার বাঁশো গ্রামে পাখি ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়।আজ সকালে বাশো গ্রামের মোঃ আজিজারের পোষা পাখি প্রতিবেশী রাসেলদের বাড়িতে গেলে রাসেল পাখি ধরে আটকে রাখে। আজিজার বিষয়টি জানতে পেরে রাসেলকে জিজ্ঞেস করে পাখিটাকে কেন ধরেছে এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আজিজারের গ্রুপ ও বাবলু মেম্বারের গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে গুরুতর ৫ জন আহত হয়।এরা হলো কবির (৩২) জিবলু (২৮), কিবির মোল্যা, কুটি মিয়া,ছিয়ারন বেগমএবং আজিজারের গ্রুপের আজিজার ও সবুরা বেগম আহত হয়। উভয় পক্ষের আহতদের মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিন থেকে জানা যায়, এই দুই দলের মধ্যে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা রয়েছে বলে এই সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের বিষয়ে মহম্মদপুর থানা থেকে জানা যায়, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া পরবর্তী সংঘর্ষ, হামলা,লুটপাট ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।