মোঃ ইমরান হোসেন|মাগুরা প্রতিনিধিঃ আজ শুক্রবার সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার দিকে
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া গ্রামের মো: সাহেব আলী নামের এক ব্যক্তিকে পাশ্ববর্তী মাছিনাগড়া গ্রাম থেকে ১০ পিচ ইয়াবাসহ আটক করেছে বাবুখালী পুলিশের চৌকস বাহিনী।সাহেব আলী নাগড়া গ্রামের মৃত মুজাম শেখের ছেলে।বিশ্বস্থ সূত্র মোতাবেক আজ শুক্রবার সন্ধ্যা অনুমান ৭ টার সময় বাবুখালি পুলিশ ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেন ও এএসআই আরিফ এর নেতৃত্বে বাবুখালী ইউনিয়নের মাছিনাগড়া গ্রামের মধ্য পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহেব আলীকে হাতেনাতে আটক করে।আজ রাতেই তাকে মহম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। আগামীকাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।