কবিতা;

মাতৃভাষা

লেখকঃ মাহমুদুল হাসান (মারুফ)

 

মায়ের ভাষা স্মৃতি ঘেঁষা, পূর্ণ আশা বাংলা ভাষা
মাতৃভাষা।
জেগে আছে মনে স্মৃতির স্বরণে,রেখেছি বরনের কথা
মাতৃভাষা।
তোমার মতো নইতো সুখী, চির ভুবনে তবু সুখী পেয়ে আমি
মাতৃভাষা।
হাতে কলমে ইঙ্গিতে জাগরণে, স্বাধীন ভাষা, বাংলা ভাষা
মাতৃভাষা।
সহজ সরল হাজারো ছাত্র দিয়েগেছেন যারা, প্রিয় ভাষা
মাতৃভাষা।
রেখেছি মনে শ্রদ্ধার স্মরণে ,ধরিয়া যাবে মানব ভুবনে শহিদ ভাইয়ের আনা ভাষা
মাতৃভাষা।
শুনলে পড়ে অশ্রু ঝড়ে ইচ্ছে করে রাখি সেজন যতন করে প্রিয় ভাষা,
মাতৃভাষা।
রক্ত দিয়ে ফিরিয়ে আনা সেই শহিদ ভাইয়ের আঘাত হানা,সেই প্রিয় ভাষা
মাতৃভাষা।
১৯ ৫২ সালে রক্ত দিয়ে ফিরিয়ে আনার জন্য জাগ্রত আন্দোলনের ভাষা
মাতৃভাষা।
ফুটলো হাসি মিটলো জ্বালা, পেয়ে ঘরে স্বাধীন ভাষা
মাতৃভাষা।
একি ভাষা গরিব চাষা, সকল মানব করে স্মরণ সেই ভাষা
মাতৃভাষা।
ফুটে ফুল হয়যে ব্যাকুল, নদীর কুলে হাওয়ায় সাথে করে গান সেই সুরে
মাতৃভাষা।
গানের ভাষা প্রানের ভাষা মোদের ভাষা প্রিয় ভাষা বাংলা ভাষা
মাতৃভাষা।
ভিন্ন জনের ভিন্ন ভাষা বুঝায় বুঝে সকল ভাষা বাংলা ভাষা
মাতৃভাষা।
পেলাম ঘরে প্রিয় ভাষা, মিটল মিটল জগৎ আশা
মাতৃভাষা।
রক্ত দিয়ে পেয়েছি ভাষা রাখবো স্মরণে গরীব ধনী স্বাধীন ভাষা বাংলা ভাষা

মাতৃভাষা।
,,, প্রচারক,,,,

  • মো:আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইল।
  • মোবাইল :০১৯২০২৮১৭৮৭/ ০১৭০৫১৯৩০৩০