ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় তাৎক্ষণিকভাবে যেন সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয়; সে ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী বলেছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেপ্তার করা না হয়। বিষয়টি তাকে বলেছি।
তিনিও এতে সায় দিয়েছেন। তিনি বলেন, এই আইনে মামলা নেওয়া হবে কিনা সেটা আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দসাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।