“যশোর সিটি কর্পোরেশন চাই”

যশোর পৌরসভার যাত্রা শুরু ১৮৬৪ সালে। দেড়শ’ বছরের পুরনো এই পৌরসভার আয়তন ১৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার। বর্ধিত হয়ে যেটা ২২ বর্গকিলোমিটার হচ্ছে। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী দুই লাখ ৮৬ হাজার ১৬৩ জন। কিন্তু দেড়শ বছরের এই পৌরসভাটি এখনও সিটি কর্পোরেশনে উন্নীত হয়নি।

সিটি কর্পোরেশন হতে গেলে পূরণ করতে হয় ৮টি শর্ত। সেগুলো হলোঃ

১. বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩,০০০ জন।

২. স্থানীয় আয়ের উৎস বাৎসরিক ৫ কোটি টাকা।

৩. প্রস্তাবিত এলাকায় শিল্প প্রতিষ্ঠান।

৪. বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ।

৫. ভৌত অবকাঠামোগত সুবিধা যা ভবিষ্যতে সম্প্রসারণ।

৬. বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় ন্যূনতম ১০ কোটি টাকা।

৭. আয়তন কম্পক্ষে ২৫ বর্গ কিলোমিটার ও

৮. সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার বিষয়ে অনুকূল জনমত।

আমরা চাই বাংলাদেশের প্রাচীন এই শহরটিকে সিটি কর্পোরেশনের রূপান্তরিত করে সঠিক মর্যাদা দেওয়া হোক।

#যশোরবাসি