শান্তি ও সম্প্রীতির গাংনী পৌরসভা গড়ার লক্ষে নব নির্বাচিত মেয়র মত বিনিময়
মাসুদ রানা | মেহেরপুর জেলা প্রতিনিধি
আয়োজনেঃ—দি হ্যাংগার প্রজেক্ট বাংলাদেশ
স্থানঃ—গাংনী মহিলা ডিগ্রী কলেজ সভা কক্ষ, উপজেলাঃ—গাংনী, জেলাঃ—মেহেরপুর
তারিখঃ—২৩ জানুয়ারী —২০২১ ইং।
সভাপতির আসন গ্রহন করেনঃ— মোঃ সিরাজুল ইসলাম ( শিক্ষক অবসর)
উপস্থিতিঃ
১.জনাবঃ এম এ খালেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
সাঃ সম্পাদকঃ মেহেরপুর জেলা আওয়ামীলীগ।
২. জনাবঃ আহমেদ আলী নব নির্বাচিত মেয়র—গাংনী পৌরসভা—জেলাঃ —মেহেরপুর।
৩ মোঃ বজলুর রহমান—গাংনী থানা অফিসার ইনচার্জ।
৪ মোঃ সহিদুল ইসলাম চেয়ারম্যান বামুন্দী ইউনিয়ন পরিষদ ও
সহসভাপতিঃ মেহেরপুুর জেলা আওয়ামীলীগ।
৫. মোঃ আব্দুর রশিদ (সাবেক অধ্যক্ষ)
৬ মোঃ মহিবুল ইসলাম মিন্টু অধ্যক্ষ মেহেরপুর মহিলা ডিগ্রি কলেজ।
৭ মোঃ জুলফিকার আলী কানন—সাংবাদিক।
৮ মোঃ মিজানুর রহমান প্রধান শিক্ষক রায়পুর হাই স্কুল।
৯. মো আজিজুল হক রানু পি এফ জি এ্যামবাসিডর— গাংনী।
১০. মোঃ হেলাল উদ্দিন দি হ্যাংগার প্রজেক্ট বাংলাদেশ।
১১. বীর মুক্তিযোদ্ধাঃ মোঃ মোজাম্মেল হক—পি এফ জি সদস্য গাংনী উপজেলা কমিটি, মেহেরপুর।
উপস্থিত ছিলেন— গাংনী পি এফ জি কমিটির সদস্যবৃন্দ এবং গাংনী পৌর নব নির্বাচিত কাউন্সিলার ও তিন জন মহিলা কাউন্সিলার ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।