শুভ সাংস্কৃতিক নিকেতন ও সাহিত্য আড্ডা’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেস্ক রিপোর্ট
গতকাল যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া ক্লিনিকপাড়ায় শুভ সাংস্কৃতিক নিকেতন ও সাহিত্য আড্ডা’র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতি মোঃ মোশাররফ হোসেন’র সভাপতিত্বে আলোচনা রাখেন খুলনা বেতারের নাট্য শিল্পী ও শুভ সাংস্কৃতিক নিকেতন’র প্রতিষ্ঠাতা কবি ডা. শিবপদ শুভ। এছাড়া আরোও আলোচনা রাখেন সাহিত্য আড্ডা’র সভাপতি চরণ কবি ডা. মোঃ বাবুল আহমেদ তরফদার।
বিশ্ব সাহিত্য কেন্দ্র’ স্বপ্ন কথা সাহিত্য পরিষদ পাঠক সেরা পুরস্কার প্রাপ্ত ও সাহিত্য আড্ডা’র প্রতিষ্ঠাতা বিদ্রোহী কবি শেখ আলী আকবার সম্রাট’র সঞ্চালনায় কবিতা আবৃতি করেন, কবি মোঃ আঃ কুদ্দুছ, কবি তারক কুমার পার্থ,কবি জয়দেব দাস।
পরে খুলনা বেতারের নাট্য শিল্পী কবি মধুসূদন দত্ত নাট্য উৎসবের মধ্য দিয়ে ও সভাপতির সমাপনী বক্তব্যে বর্ধিত সভার সমাপ্তি ঘটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।