প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ৯ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ভবনে রয়েছে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে ভবনের নিচতলায় এ আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
খবর পেয়ে বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বিদ্যুতের তার পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সচিবালয়ে ৯ নম্বর ভবনটি ক্লিনিক ভবন হিসেবে পরিচিত। এ ভবনের নিচতলায় ক্লিনিক। তৃতীয় ও চতুর্থ তলায় তথ্য অধিদপ্তর (পিআইডি)। দ্বিতীয় ও পঞ্চম তলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসেন।
বিকাল চারটার পর ক্লিনিক ভবনের নিচ তলায় উত্তর পাশ থেকে ধোঁয়া উড়তে থাকে। সঙ্গে সঙ্গেই সচিবালয়ের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে চলে আসেন। কিছুক্ষণের মধ্যেই তারা ফায়ার এস্টিংগুইশার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চারটা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।