সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন আর নেই
আশিক মিনা | গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদত হোসেন মিয়া মারা গেছেন।
প্রগতি পাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৯ টার দিকে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না-লিল্লাহি.. রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ২ টা ১৫ মিনিটের সময় কাশিয়ানী থানা মাঠে জানাজা শেষে খায়েরহাট পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।