১৬ নং নেহালপুর ইউনিয়ন বাসি প্রভাষক উদয় শংকার বিশ্বাসকে এবার চেয়ারম্যান হিসাবে দেখতে চায়

জিএম টিপুসুলতান | মনিরামপুর প্রতিনিধি

ক্লিন ইমেজ দক্ষ সুশিক্ষিত পাঁচাকড়ি উদয় শংকর বিশ্বাস প্রভাষক সভাপতি, ১৬ নং নেহালপুর ইউনিয়ন আওয়ামী- যুবলীগ শাখা, মনিরামপুর, যশোর। এবার নির্বাচনে জয়যুক্ত হয়ে মানুষের পাশে থেকে বাকিটা জীবন মানুষের সেবা করতে চায়। তাই সধারন ভোটারদের সঙ্গে নিয়ে প্রচার প্রচারনায় সবার চাইতে এগিয়ে আছে প্রভাষক উদয় শংকার বিশ্বাস। যশোরে জেলার মনিরামপুর উপজেলার তিন গ্রামের মধ্যো আনুমানিক ১২/১৩ হজার ভোটার সংখা নিয়ে ১৬নং নেহালপুর ইউনিয়ন গঠিত।১৬ নং নেহালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন নেহালপুর ইউনিয়ন পাচাঁকড়ি গ্রামের প্রার্থী প্রভাষক উদয় শংকার বিশ্বাস।এই পর্যন্ত প্রচার প্রচারনায় যাদের নাম তালিকায় এসেছে তাদের মধ্যো প্রভাষক উদয় শংকার অন্যতম। শুধু প্রচার প্রচারনা কিংবা মতবিনিময় নয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে মনোনিত হওয়ার জন্যও নিয়মিত নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন সব নেতাকর্মীরা। তবে সরজমিনে দেখা যায় নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের সাধারন মানুষ এবং ভোটাররা উদয় শংকারের কথা জানান । এলাকার সাধারন মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন একজন সৎ, দক্ষ রাজনীতিবীদ হিসেবেও বেশ সুখ্যাতি রয়েছে তার। দীর্ঘ জীবনে সংগঠন বিরোধী কিংবা গঠনতন্ত্র পরিপন্থী কোন কর্মকান্ডে জড়িত হওয়ার কোন অভিযোগ নেই তার বিরুদ্ধে। তিনি একজন সৎ ও স্বচ্ছ ইমেজের মানুষ। তাকে এবার চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ১৬ নং নেহালপুর ইউনিয়নের সকল স্তরের জনগন এবং এলাকা বাসি।