৩৫ ঘর ছাই করে নিভল কাঁঠালবাগান বস্তির আগুন

 

রাজধানীর কাঁঠালবাগান বস্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন কালের কণ্ঠকে বলেন, কাঠাল বাগানের বস্তির পাশে গরুর খামারে আগুন লেগেছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

ঘটনাস্থল থেকে পরিদর্শনকারী ডিউটি অফিসার বজলুর রশিদ  সাংবাদিকদের  বলেন, আনুমানিক ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫টি ঘর পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের বোতল উদ্ধার করা হয়েছে। এখানে একটি গুরুর খামার থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি তিনি।