হানিফ এলাহি | দক্ষিণ আফ্রিকা 
দক্ষিন আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের কোস্টেন সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ধর্মঘটের ডাক দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
গত দুই দিনে স্থানীয় এলাকায় ৩ জন সোমালিয়ান ও ৪ জন ইথিওপিয়ান ব্যবসায়িকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তারা ডাকাতি করতে গিয়ে এসব বিদেশি ব্যবসায়ীদেরকে হত্যা করেছে।

মর্মান্তিক এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বাংলাদেশী অধ্যুষিত কোস্টেন এলাকা সহ লোকেশনে সকল দোকান বন্ধ রেখেছে সোমালিয়া, ইথিওপিয়ান ও বাংলাদেশ কমিউনিটি ব্যবসায়ীরা।
স্থানীয় বাংলাদেশী কমিউনিটি নেতা নয়ন মোহাম্মদ শাপলা টিভিকে জানান, আজ সকাল থেকেই অত্যন্ত ব্যস্ততম কোস্টেন এলাকার সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তারা সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার হতে পারে বলে জানান।