
আকবরশাহ এলাকায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২
একেএম তারিকুল ইসলাম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি-
চট্রগ্রাম মহানগরে অস্ত্র এবং ইয়াবা উদ্ধার সহ ডাকাত নুরুর ১২ জন সহযোগীকে গ্রেফতার করেছে আকবরশাহ্ থানা ও ডিবি (পশ্চিম-বন্দর) বিভাগ।
মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার(পশ্চিম), মোঃ মঞ্জুর মোরশেদ, উপ-পুলিশ কমিশনার(ডিবি-পশ্চিম) এর সার্বিক নির্দেশনায়, এ.এ.এম হুমায়ুন কবির, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) এর নেতৃত্বে মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার(পাহাড়তলী জোন), মোহাম্মদ জহির হোসেন পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, আকবরশাহ্ থানা, সিএমপি, চট্টগ্রাম, মোঃ কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক(ডিবি-পশ্চিম), মোহাম্মদ আমিনুল হক, পুলিশ পরিদর্শক(তদন্ত), আকবরশাহ্ থানা, সিএমপি, চট্টগ্রাম এবং থানার অন্যান্য অফিসার ও ফোর্স এবং ডিবি (বন্দর-পশ্চিম) এর অফিসার ফোর্সসহ আকবরশাহ্ থানাধীন নাছিয়া ঘোনা ১নং ঝিল এলাকায় ইং ৩১/১২/২০২০ইং তারিখ ভোর ০৫:০০ ঘটিকা হইতে সকাল ০৯:০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এর তালিকা ভুক্ত সন্ত্রাসী, অবৈধ পাহাড় দখলকারী, অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ও একাধিক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ নূরে আলম প্রঃ নুরু(৪০)’কে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মোঃ নূরে আলম প্রঃ নুরু(৪০) সহ তাহার বাহিনীর সক্রিয় সদস্যদের গ্রেফতারের চেষ্টা করা হয়। মোঃ নূরে আলম প্রঃ নুরু দিনের বেলা পাহাড়ী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা পরিচালনা করিয়া পুলিশের গ্রেফতার এড়ানোর লক্ষ্যে একেক সময় একেক পাহাড়ের পাদদেশে অবস্থান করে। রাত্রী বেলা ১নং ঝিল এলাকার বিভিন্ন পাশে পুলিশের আসা যাওয়ার সংবাদ দেওয়ার জন্য তাহার অনুসারীদের নিয়োগ করিয়া রাখে। অভিযান পরিচালনাকালে মোঃ নূরে আলম প্রঃ নুরু পাহাড়ী এলাকা হইতে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। মোঃ নূরে আলম প্রঃ নুরু বিশ^স্থ সহযোগী ও তাহার বাহিনীর সক্রিয় সদস্যদের মধ্যে নারী সদস্য বিউটি আক্তার(২৭) কে ১১৫০ পিস ইয়াবা সহ এবং অপর ১১ জনকে কিরিচ, ছোরা ও চাপাতিসহ গ্রেফতার করা হয়। তার পরিবারের অন্যান্য সদস্যরাও একই রকম অপকর্মে লিপ্ত। মোঃ নূরে আলম প্রঃ নুরু পাহাড়ী এলাকায় চাঁদাবাজী, অবৈধভাবে পাহাড় কাটা, মাদক ব্যবসা করে অর্থ উপার্জন করে বিভিন্ন রকম অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করিয়া থাকে। উল্লেখ্য যে, পলাতক নুরুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় প্রায় ২৪টি বিভিন্ন মামলা রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উদ্ধারকৃত আলামতের বর্ণণা :
০৪(চার)টি কিরিচ, ০৩(তিন) টি ছোরা, ০২ (দুই) টি চাপাতি ও ১১৫০ (এগারশত পঞ্চাশ) পিস ইয়াবা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।