বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, শ্লীলতাহানি করা হয়েছে। এই সকল অন্যায়ের বিরুদ্ধে শান্তি রক্ষায় নিজ নিজ এলাকার লোকজনদের সচেতন থাকার আহবান জানান,বাঘা থানা অফিসার ইনচাজ(ওসি)সাজ্জাদ হোসেন সাজু। সেই সাথে সকল ধর্মের রীতি অনুযায়ী জীবন যাপনের করে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি। বাঘা থানার পুলিশ আপনাদের পাশে আছে। কেউ অন্যায়ের সাথে জড়িয়ে পড়লে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। অন্যায় কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ।আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের হলরুমে এই সমাবশে অনুষ্ঠিত হয়।
আড়ানী পৌর বিট পুলিশিং এর আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন আড়ানী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন। প্রধান অতিথি ছিলেন বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে অন্যাদের উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সভাপতি অধ্যাপক রাম গোপাল সাহা, জেলা পরিষদ সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল হাকিম সরকার টুটুল, আড়ানী বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রজ্ঞাময় ও মেহেদী হাসান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।