ডাঃ আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর জেলা পুলিশ কল্যাণ তহবিল হতে কিডনি রোগে আক্রান্ত কনস্টেবল এম শাহীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২২ আগষ্ট) পুলিশ সুপার কার্যালয়ে কিডনি রোগে আক্রান্ত কনস্টেবল এম শাহীনের স্ত্রীর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
কিডনি রোগাক্রান্ত পুলিশ এম শাহীন (কনষ্টেবল নং- ২২৭), জেলার মাদারগঞ্জ থানায় কর্মরত অবস্থায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আর্থিক অসচ্ছলতার কারণে জেলা পুলিশ কল্যান তহবিল হতে আর্থিক সহায়তার আবেদন করেন তিনি। এরই প্রেক্ষিতে আবেদনকারীর স্ত্রীর হাতে নগদ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।