ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম।

আগষ্ট’২১ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে পুরস্কৃত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এসআই নবিউল ইসলামের হাতে পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন।

এসময় সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মো: আহসান হাবিব, সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মো: তোফাজ্জল হোসেন, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম, ডিবি পুলিশের ওসি মোসাব্বেরুল হক সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কৃত ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানান, জেলা পুলিশ প্রধানের কাছ থেকে পুরস্কৃত হওয়ায় গর্ববোধ করছি। তবে পুরস্কৃত হওয়ার আশায় কাজ করিনি, জেলাকে মাদক নির্মূল করতে নিরলসভাবে কাজ করে চলেছে জেলা গোয়েন্দা শাখা-সেই ধারাবাহিকতায় নিজের সর্বোচ্চ সক্ষমতা থেকে মাদক নির্মূলে চেষ্টা করেছি।পুরস্কৃত হওয়ায় আমার কাজের প্রতি আরও দায়িত্ব ও আগ্রহ বেড়ে গেল।আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।