দিনাজপুরের নবাবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।
এর আগে তিনি একই জেলার হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
গতকাল শুক্রবার তিনি নবাবগঞ্জ থানা মসজিদে নামাজ আদায় করেন ও সকল মুসল্লিদের সঙ্গে ছালাম বিনিময় করেন ও পরিচয় হন এবং তিনি সভাপতির বক্তব্যে বলেন, নবাবগঞ্জ থানা মসজিদের উন্নয়নের জন্য সকলের সহযোগিতায় মসজিদের উন্নয়ন কাজ করবেন। এবং থানায় যে কেউ যেকোনো সময় সরাসরি চলে আসবেন কারো মাধ্যমে আসবেন না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।