নড়াইলে মাদক বিরোধী অভিযানে জিয়া মুন্সু (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গাঁজা সহ আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।

আটককৃত জিয়া মুন্সী নড়াগাতী থানার গাছবাড়ীয়া গ্রামের মৃত বাবু মুন্সীর ছেলে,সে চোরখালী গ্রামের বুলু মুন্সীর বাড়ীর ভাড়াটিয়া। ৭ মার্চ (রবিবার) রাতে চোরখালী এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ ওসি রোকসানা খাতুনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল চোরখালী ভাড়া বাসা থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ জিয়া কে আটক করে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকসানা খাতুন বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল: ০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০