নড়াইলের কালিয়া পুলিশের পৃথক অভিযানে ১৫লিটার দেশী মদ ও ১০ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত ১০টার দিকে প্রথম দফায় কালিয়া পৌরসভার রামনগর থেকে ১০ পিছ ইয়াবাসহ আটক করা হয় মৃত হরেন পাত্রের ছেলে প্রদীপ কুমার পাত্রকে(৩৩)।
এছাড়া অন্য অভিযানে রাত সাড়ে ১০ টায় ১৫ লিটার দেশী মদসহ একই পৌরসভার ছোটকালিয়া গ্রামের রবিদাস(৩৫) ও রাণী দাসকে(২৮) আটক করা হয়।
দুটি অভিযান পরিচালনা করেন কালিয়া থানার ওসি (অপারেশন) আমানুল্লাহ বারী।
ওসি অপারেশন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালিত হয়। পৃথক অভিযানে মোট ৩ জনকে আটক করা হয়েছে। এরা দীর্ঘ দিন যাবত মাদকের সাথে জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় আলাদাভাবে দুইটি মামলা করা হয়েছে।
মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
০১৭০৫১৯৩০৩০/০১৯২০২৮১৭৮৭
০৫/০৩/২০২১
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।