বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বেনাপোল সীমান্ত এলাকায় গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে যশোর সীমান্তের বেনাপোল ও পুটখালীতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ২১ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রবিবার (১৫ আগস্ট) দুপুরে এ ত্রান বিতরণ করা হয়।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আটা,লবন ও সাবান। বেনাপোল সীমান্তবর্তী গ্রাম গোগা, অগ্রভূলোট ও পুটখালী এলাকায় উপস্থিত হয়ে ত্রান বিতরণ করেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মনজুর ই এলাহী ও এডি তফসির।
অপর দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত বেনাপোল সীমান্তবর্তী গ্রাম বেনাপোল, রঘুনাথপুর ও শিকারপুর গ্রামে এ ত্রান বিতরণ করেন বেনাপোল বিজিবির কোম্পানির সদর দপ্তরের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা ও টুআইসি মেজর তৌফিকুর রহমান।
২১ ও ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক বলেন, জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বডারগার্ড বাংলাদেশ কর্তৃক দেশের সীমান্ত অঞ্চলে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচীর আওতায় আজ দুপুরে ২১ বিজিবি ব্যাটালিয়ন ২০০ ও ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ৪০০ দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রান বিতরন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।