আজম খান, বাঘারপাড়া(যশোর): যশোরের বাঘারপাড়ায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে হওয়ার উদ্দেশ্যে বাঘারপাড়ায় বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বাঘারপাড়ার ৮নং বাসুয়াড়ী ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রম উপলক্ষে চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ওসি (ইনচার্জ) ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মকবুল হাসান। চলমান ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ সরদার।
ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীক এর প্রার্থী আলহাজ্ব আমিনুর সরদার। থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল। এস আই তোবারক আলী। এ এস আই আলতাফ হোসেন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।